শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

কাতার বিশ্বকাপ-২০২২

ব্রাজিল-সুইজারল্যান্ড, পরিসংখ্যান কার পক্ষে!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:০৩, ২৮ নভেম্বর ২০২২

Google News
ব্রাজিল-সুইজারল্যান্ড, পরিসংখ্যান কার পক্ষে!

ফাইল ছবি

এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে দারুণ শুরু পেয়েছে ব্রাজিল। যদিও দলের প্রাণ ভ্রোমরা নেইমার জুনিয়র ও ডিফেন্ডার দানিলোর ইনজুরি ভাবাচ্ছে কোচ তিতেকে। তবে গোড়ালির চোটে নেইমারের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ায় চিন্তিত নন তিতে। নেইমার বিহীন সুইসদের বিপক্ষে ব্রাজিল জ্বলে ওঠার অপেক্ষায় আছে বলে জানান তিনি।

কাতারের স্টেডিয়াম ৯৭৪-এ বাংলাদেশ সময় রাত দশটায় আজ ‘জি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও সুইজারল্যান্ড। টানা দ্বিতীয়বার বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে এই দুই দল। এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

এছাড়াও ১৯৫০ সালের ব্রাজিল বিশ্বকাপে প্রথম দেখা হওয়ায় ম্যাচটি ড্র হয় ২-২ ব্যবধানে। তাই বিশ্বকাপের মঞ্চে প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে দুই দল। সুইসদের বিপক্ষে ৯টি ম্যাচ খেলেছে ব্রাজিল। এর মধ্যে তিনটিতে জয় সেলেসাওদের বিপরীতে দুটি ম্যাচে জিতেছে সুইজারল্যান্ড। বাকি চারটি হয়েছে ড্র।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের