শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

বিপিএল-২০২৩

হোমগ্রাউন্ডে হার দিয়ে শুরু সিলেট স্ট্রাইকারসের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৭:০৩, ২৮ জানুয়ারি ২০২৩

Google News
হোমগ্রাউন্ডে হার দিয়ে শুরু সিলেট স্ট্রাইকারসের

সংগৃহীত ছবি

ঢাকা ও চট্টগ্রাম পর্ব শেষ করে সিলেট স্ট্রাইকার্স মুখোমুখি হয়েছিল নিজেদের হোমগ্রাউন্ডে রংপুর রাইডার্সের বিপক্ষে। প্রথমে টসে হেরে রংপুর রাইডার্স এর বোলিং তোপে গুড়িয়ে যায় মাশরাফি দল। মাত্র ৯২ রান সংগ্রহ করে স্বাগতিকরা। সেই লক্ষ্য তাড়া ৬ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় রংপুর রাইডার্স। 

সিলেট প্রথমে ব্যাটিং করতে নেমে দলীয় ৪ রানের মাথায় টম মোরেসের উইকেট হারায়।এরপর শুরু রংপুর বোলারদের তাণ্ডব। দলীয় ১২ রানে আরও চার ব্যাটারকে হারয়ে বসে সিলেট। নাজমুল শান্ত ৯ বলে ৯ রান করে সাজঘরে ফেরার পর তিন ব্যাটার ফিরেন শূন্য রানে।  

জাকির, তৌহিদ ও মুশফিক রানের খাতা না খুলেই আউট হন। এরপর দলীয় ১৭ ও ১৮ রানে আরও দুই ব্যাটারকে হারায় সিলেট স্ট্রাইকারস। এরপর অধিনায়ক মাশরাফি ও তানজীম হাসানের ৪৮ রানের উপর ভর করে ৯২ রানের সংগ্রহ পায় সিলেট। রংপুরের বোলারদের পক্ষে বল হাতে ৩টি করে উইকেট নেন আজমতউল্লাহ ও পেসার হাসান মাহামুদ।

৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হেসেখেলেই জয় পায় নুরুল হাসান সোহানের দল। ২৬ বল হাতে রেখে ৬ উইকেটে জয়ের দেখা পেয়ে যায় রাইডার্স। ওপেনার রনি তালুকদারের ব্যাট হতে আসে সর্বোচ্চ ৪১ রান। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের