শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

টি-টোয়েন্টি শ্রীলঙ্কা নামিবিয়ার প্রথম সাক্ষাত আজ

মোসকায়েত মাশরেক, বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৯, ১৮ অক্টোবর ২০২১

আপডেট: ২০:৩১, ১৮ অক্টোবর ২০২১

Google News
টি-টোয়েন্টি শ্রীলঙ্কা নামিবিয়ার প্রথম সাক্ষাত আজ

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এর বাছাই পর্বে আজ রাত আটটায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এ গ্রুপের ফেবারিট শ্রীলঙ্কার মুখোমুখি হবে দুর্বল নামিবিয়া। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে এটিই দু-দলের মধ্যে প্রথম সাক্ষাত।

কাগজে-কলমে নামিবিয়া দুর্বল বলে ভাবা হলেও তাদের সাম্প্রতিক পারফরমেন্স কিন্তু বলছে অন্য কথা। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সামার ব্যাশে ইতিমধ্যে নামিবিয়া তাদের যোগ্যতার প্রমান দিয়েছে। সেখানে তারা হারিয়েছে পাপুয়া নিউগিনি, সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ডের মত দলকে।

নামিবিয়ার রয়েছে স্টিফেন বার্ড, ক্রিগ উইলিয়ামস অধিনায়ক গেরহার্ড ইরাসমুসেরমত খেলোয়াড়। নিজেদের দিনে অন্যদের যেকোন হিসেব-নিকেষ গড়মিল করে দিতে পারে এই খেলোয়াড়েরা।

অন্যদিকে শ্রীলঙ্কার এই টি-টোয়েন্টি দলে রয়েছে কিছু অভিজ্ঞ খেলোয়াড়। তাদের রয়েছে কিছু দক্ষ স্পিনার আর ক্লাসি ব্যাটার। প্রস্তুতি ম্যাচে তারা হারিয়েছে বাংলাদেশকে।

লঙ্কান অধিনায়ক দাশুন শানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, কুসল জনিথ পেরেরা, দীনেশ চান্দিমাল, আভিষ্কা ফার্দান্দো আর ভানুকা রাজাপক্ষ এদের যেকোন একজনই ব্যবধান গড়ে দিতে পারে ম্যাচের।

এদিকে এর আগে দিনের প্রথম খেলায় বেলা চারটায় গ্রুপের অপর ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে নেদারল্যান্ড।

রেডিওটুডে নিউজ/জেএফ/এমএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের