শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

বোলারের হাতে ফিরতি ক্যাচ দিয়ে ফিরলেন নাইম

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৯, ২৪ অক্টোবর ২০২১

Google News
বোলারের হাতে ফিরতি ক্যাচ দিয়ে ফিরলেন নাইম

ছবি: সংগৃহীত

লিটন দাসের সঙ্গে ওপেনিং জুটিটা ভালোই গড়েছিলেন আজ। ৪০ রানের সেই জুটি বাংলাদেশকে শুধু উড়ন্ত সূচনা নয়, দারুণ আত্মবিশ্বাসও এনে দিয়েছিল। লিটন ১৬ বলে ১৬ রান করে আউট হলেও আরেকপ্রান্ত ধরে খেলে যাচ্ছেন আরেক ওপেনার, তরুণ নাইম শেখ।

এরই মধ্যে হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলেছেন নাইম। ক্যারিয়ারে এটা তার চতুর্থ হাফ সেঞ্চুরি এবং চলতি বিশ্বকাপে দ্বিতীয়। লাহিরু কুমারাকে বাউন্ডারি মেরেই অর্ধশতকের ঘর স্পর্শ করেন তিনি।

হাফ সেঞ্চুরি করার পর যখন তার ব্যাট আরও ধারালো, আরও শানিত হওয়ার কথা ছিল, তখন খুব বেশিদূর যেতে পারেননি তিনি। আউট হলেন ৬২ রানের মাথায়। লঙ্কান বোলার বিনুরা ফার্নান্দোর বলকে পুল খেলতে গিয়েছিলেন। কিন্তু বল উপরের কানায় লেগে উঠে যায়। সেই বল নিজেই ধরে নিলেন বিনুরা। ৫২ বলে ৬২ রানের ইনিংসের যবনিকাপাত ঘটলো।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ১৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৭। ৪৮ রান নিয়ে ব্যাট করছেন মুশফিকুর রহীম। তার সঙ্গী আফিফ রয়েছেন ৭ রানে।

এর আগে মাঠে নেমেই দুটি বাউন্ডারি মারলেন। সাকিব আল হাসান যেন শ্রীলঙ্কান বোলারদের বলে দিলেন, ‘সাবধান! আমি কিন্তু আজ ঝড় তুলতেই মাঠে নেমেছি।’ কিন্তু সাকিবের সতর্কবার্তা মোটেও গায়ে মাখলেন না লঙ্কান বোলাররা। উল্টো ঝড়ের আভাস দেয়া সাকিবের স্ট্যাম্প সমূলে উৎপাটন করে দিলেন লঙ্কান পেসার চামিকা করুনারত্নে।

লিটন আউট হওয়ার পর মাঠে নেমে মাত্র ৭ বল উইকেটে টিকলেন। দুই বাউন্ডারিতে রান করলেন ১০টি। এরপরই করুনারত্নের বলে বোল্ড হয়ে গেলেন। বল ছিল লেগ স্ট্যাম্পের ওপর। সাকিব চেয়েছিলেন ফ্লিক করতে। কিন্তু ডেলিভারিটি ছিল খুবই নিখুঁত। ব্যাট ফাঁকি দিয়ে গিয়ে আঘাত হানে স্ট্যাম্পে।

ওপেনিং নিয়ে সব সময়ই সমালোচনা। কারণ, ওপেনাররা কখনোই একটি ভালো সূচনা এনে দিতে পারেন না। সেই অপবাদ ঘোচাতেই কি না আজ শ্রীলঙ্কার বিপক্ষে ধনুর্ভঙ্গ পণ করে নেমেছেন নাইম শেখ এবং লিটন দাস।

এ দু’জনের দারুণ ব্যাটিংয়ে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। প্রথম ৫ ওভারে বাংলাদেশ স্কোরবোর্ডে সংগ্রহ করেছে ৩৮ রান। সবাই ধরে নিয়েছিল, পাওয়ার প্লেটা ভালোভাবেই শেষ করতে পারবেন বাংলাদেশ।

কিন্তু না, সেটা আর হলো না। হার্ড হিটিং করতে গিয়েই বিপদ ডেকে আনলেন লিটন দাস। বলকেই কেন যেন মাথার ওপর দিয়ে পার করতে পারেন না। লাহিরু কুমারার বলটিকে লিটন চেষ্টা করেছিলেন ৩০ গজের ওপর দিয়ে বাউন্ডারি পার করাতে। কিন্তু বলটি মিড অফে দাসুন সানাকার হাতের মুঠোয় চলে যায়। ৪০ রানের মাথায় পড়লো প্রথম উইকেট।

সুপার টুয়েলভের প্রথম ম্যাচেই বাংলাদেশের মুখোমুখি শ্রীলঙ্কা। ম্যাচের শুরুতেই টস জিতেছেন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন সানাকা।

বলা হয়ে থাকে টস জয়, অনেক সময় ম্যাচ জয়ের গ্যারান্টি দিয়ে থাকে। যে কারণে শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে টস জিতেই প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন লঙ্কান অধিনায়ক এবং বাংলাদেশকে আমন্ত্রণ জানালেন প্রথমে ব্যাট করার জন্য।

রেডিওটুডে নিউজ/এসএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের