বুধবার,

১৮ সেপ্টেম্বর ২০২৪,

২ আশ্বিন ১৪৩১

বুধবার,

১৮ সেপ্টেম্বর ২০২৪,

২ আশ্বিন ১৪৩১

Radio Today News

বিচারহীনতা থাকলে কোনো জাতিই সাফল্য পায় না: লিটন দাস

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৭, ৪ আগস্ট ২০২৪

Google News
বিচারহীনতা থাকলে কোনো জাতিই সাফল্য পায় না: লিটন দাস

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘাত-সহিংসতা চলছেই। এমন পরিস্থিতি সারাদেশে এক প্রকার অচলাবস্থা তৈরি হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনে শুরু থেকেই দেশের ক্রীড়াঙ্গনের তারকারা সরব। তারা ফেসবুকে বিভিন্ন বার্তা দিয়ে দেশে শান্তি এবং পরিস্থিতির দ্রুত সমাধান প্রত্যাশা করেছেন।

গতকাল শনিবার নিজের ফেসবুক পেজে লিটন কুমার দাস লাল একটি টেমপ্লেটের ছবি দিয়েছেন। যেখানে লেখা, ‘বিচারহীনতা থাকলে কোনো জাতিই সাফল্য পায় না, সে তারা যতই সামনে এগিয়ে যাক না কেন।’

একই দিনে জাতীয় ক্রিকেট দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদও ফেসবুকে ন্যায়বিচার চেয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘আমরা সবসময় ন্যায়ের পথেই আছি, থাকব ইনশাআল্লাহ। আমরা সবাই চাই ন্যায়বিচার হোক। দিনশেষে দেশটা আমাদের সবারই। আল্লাহ অবশ্যই ন্যায়বিচারক।’

উল্লেখ্য, প্রায় মাসখানেক ধরে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলন। তবে এই আন্দোলন ঘিরে বহু মানুষের প্রাণহানি এবং অনেক শিক্ষার্থী গ্রেফতার হওয়ার ফলে পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হচ্ছে।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের