শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

পরিবর্তিত হলো চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের সময়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০২:৪৯, ২৭ নভেম্বর ২০২১

Google News
পরিবর্তিত হলো চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের সময়

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনের খেলা শেষ হয়েছে আজ। তবে প্রথম দিনের খেলাটা সম্পন্ন হয়নি আলোকস্বল্পতার কারণে। আর তাই দ্বিতীয় দিনের খেলা শুরুর সময়ে এসেছে পরিবর্তন।

টেস্ট ম্যাচের প্রথম দিন সকাল ১০টায় মাঠে নেমেছিল দুই দল। তবে বদলে যাওয়া সময় মেনে আগামীকাল সকাল ৯টা ৪৫মিনিটে শুরু হবে খেলা।

সাধারণত টেস্টের এক দিনে ৯০ ওভারের খেলা চলে। কিন্তু প্রথম দিনে ৯০ ওভার খেলা যায়নি আলোকস্বল্পতার কারণে। প্রথম দিনে ৮৫ ওভার খেলা হয়েছে। সে কারণেই দ্বিতীয় দিনের শুরুর সময় খানিকটা এগিয়ে আনা হয়েছে। শুরুর দিনের এই পাঁচটি ওভার দ্বিতীয় দিনে পুষিয়ে নিতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

দুই দলের সঙ্গেই এই বিষয়ে আলোচনা করেছেন ম্যাচ অফিশিয়ালরা। বাংলাদেশ ও সফরকারী পাকিস্তান দলের কেউই এ বিষয়ে আপত্তি জানায়নি। এরপরই সিদ্ধান্ত এসেছে, আগামীকাল শনিবার, টেস্টের দ্বিতীয় দিন নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে মাঠে নামবে দুই দল।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের