শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

ক্রিকেট ইতিহাসের অদ্ভুতুড়ে আউট আন্দ্রে রাসেল, মুহুর্তেই ভাইরাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪:৫০, ২২ জানুয়ারি ২০২২

Google News
ক্রিকেট ইতিহাসের অদ্ভুতুড়ে আউট আন্দ্রে রাসেল, মুহুর্তেই ভাইরাল

রান আউটের ছবি

ক্রিকেট মানেই গৌরবময়অনিশ্চয়তার খেল! এই প্রবাদ অনেক আগে থেকেই প্রচলিত। তবে এমনিই এক ঘটনার সাক্ষী হলো এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের অষ্টম আসরের প্রথম দিনেই।

ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা হয়তো এটাই প্রথম! এদিন মিনিস্টার ঢাকায় অলরাউন্ডার আন্দ্রে রাসেল যেভাবে আউট হয়েছেন তা আসলেই অবিশ্বাস্য! ঘটনাটি আসলে রান নেওয়ার সময় এক স্ট্যাম্পে থ্রো করেছে ফিল্ডার, আর সেই বল সরাসরি এক স্ট্যাম্পে লাগার পর আবার নন স্টাইক প্রান্তেও আঘাত করে স্ট্যাম্প ভেঙেছে।

ঘটনাটা ঢাকার ব্যাটিংয়ের ১৫তম ওভারের শেষ বলে। থিসারা পেরেরার বলে শর্ট থার্ডম্যানে পাঠিয়ে দিয়েই রাসেলের এক রানের জন্য দৌড় দেন। শর্ট থার্ডম্যান অঞ্চল থেকে তানজিদ হাসান তামিমের থ্রো করেন স্টাইকিং প্রান্তে। বল গিয়ে আঘাত হানে স্ট্যাম্পে, ততোক্ষণে অবশ্য মাহমুদুল্লাহ রিয়াদ পৌঁছে গেছেন কাঙ্ক্ষিত ক্রিজে।

কিন্তু, এরপর ঘটে অবিশ্বাস্য ঘটনা। অপর প্রান্তে দৌড়ানো রাসেল বেশ আস্তে ধীরেই দৌড়চ্ছিলেন, তামিম যে থ্রো করেছেন স্টাইকিং প্রান্তে! কিন্তু, তামিমের থ্রোটা ব্যাটিং প্রান্তের স্ট্যাম্পে লেগে যে আবার বোলিং প্রান্তের স্ট্যাম্পেও গিয়ে আঘাত হানবে সেটা রাসেল বা তামিম কেউই হয়তো ভাবেননি। আর সেই ঘটনায় ঘটে, আউট হয়ে ফিরে যান আন্দ্রে রাসেল। আর ভিডিওটি মূহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ও ভাইরাল হয়ে যায়।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের