বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

শুট্যিংয়ে সোনা জিতলো চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৩৭, ২৯ জুলাই ২০২১

Google News
শুট্যিংয়ে সোনা জিতলো চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া

জুজানা রেহাক স্টেফেচকোভা

ছেলেদের শুটিংয়ের ট্রাপে সোনা জিতেছেন চেক প্রজাতন্ত্রের জিরি লিপতাক। চেক প্রজাতন্ত্রেরই ডেভিড কোস্তেলেকির সঙ্গে ৪৩টি লক্ষ্যভেদ করে টাই করেন লিপতাক। পরে টাইব্রেকারে জিতে নেন সোনার পদক। কোস্তেলেকি রুপা জিতলেও অলিম্পক রেকর্ড লিপতাকের সঙ্গে ভাগ করে নেন। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ব্রিটেনের ম্যাথু কনরাড–হলি। ৩৩টি লক্ষ্যভেদ করেন তিনি।

স্লোভাকিয়ার জুজানা রেহাক স্টেফেচকোভা বাছাইয়ে একটি শটও মিস না করে বাছাইয়ে বিশ্ব রেকর্ড গড়েন। পরে স্টেফেচকোভাই মেয়েদের শুটিংয়ের ট্রাপে সোনা জিতলেন।

স্লোভাকিয়ান এ শুটার ফাইনালে ৫০টি শটের মধ্যে ৪৩টি লক্ষ্যভেদ করে সোনা জেতেন। অলিম্পিক ফাইনালে এটি নতুন রেকর্ড। যুক্তরাষ্ট্রের কাইল ব্রাউনিং ৪২টি লক্ষ্যভেদ করে রুপা জেতেন। ২৯টি শট লক্ষ্যভেদ করে ব্রোঞ্জ জেতেন সান মারিনোর আলেসান্দ্রা পেরেল্লি। অলিম্পিকে এটাই প্রথম পদক সান মারিনোর।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের