বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১০ বৈশাখ ১৪৩১

বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১০ বৈশাখ ১৪৩১

Radio Today News

সূচকের সাথে লেনদেনেও রেকর্ড

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:১৯, ১৬ আগস্ট ২০২১

Google News
সূচকের সাথে লেনদেনেও রেকর্ড

সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৪৮ পয়েন্টে অবস্থান করছে। যা সূচকটির ইতিহাসে  ২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হওয়ার পর এটিই সর্বোচ্চ অবস্থান। পাশাপাশি ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও গত সাড়ে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। -খবর অর্থসূচকের

সোমবার ডিএসইতে ২ হাজার ৯৫৩ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা গত সাড়ে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে। এর আগে ২০১০ সালের ৫ ডিসেম্বর ডিএসইতে রেকর্ড ৩ হাজার ২৪৯ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে আগের দিন থেকে ২৯২ কোটি ২২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৬৬১ কোটি ৭০ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৪৮ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক দশমিক ০৫ পয়েন্ট বেড়েছে  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়েছে।

সোমবার ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৪টির, দর কমেছে ১৪৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৩৪ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৬৫০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ১১৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের