শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

সূচকের উত্থানে শেষ হয়েছে দুই পুঁজিবাজারের লেনদেন

বিজনেস ডেস্ক

প্রকাশিত: ০১:৩০, ২৫ আগস্ট ২০২১

Google News
সূচকের উত্থানে শেষ হয়েছে দুই পুঁজিবাজারের লেনদেন

মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। তবে টাকার অংকে লেনদেন কিছুটা কমেছে দেশের এই পুঁজিবাজারে। অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভই বেড়েছে।

ডিএসই ও সিএসই এর ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে ২ হাজার ৭৬২ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিন থেকে ১১ কোটি ৯১ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে এই লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৭৭৪ কোটি ৮১ লাখ টাকা।

ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৮৪ পয়েন্টে, যা ২০১৩ সালের ২৭ জানুয়ারি সূচকটি চালু হওয়ার পর সর্বোচ্চ স্থান। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়েছে এবং ডিএসই৩০ সূচক বেড়েছে ৩ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৩টির, দর কমেছে ১৩১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৫৫ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৫২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে একশ’ ১৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের