শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানীর ৩৮ তম মৃত্যুবার্ষিকী পালিত

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪৩, ১৭ ফেব্রুয়ারি ২০২২

Google News
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানীর ৩৮ তম মৃত্যুবার্ষিকী পালিত

সিলেটে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল (অব.) এম এ জি ওসমানীর ৩৮ তম মৃত্যুবার্ষিকী গৌরব ও সম্মানের সাথে পালিত হয়েছে।

সকালে হযরত শাহজালাল (র.) মাজার এলাকায় এম এ জি ওসমানীর সমাধিস্থলে বাংলাদেশ সেনাবাহিনী ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।

সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল হামিদুল হক এবং কমান্ড্যান্ট এসআইএন্ডটি মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী যথাযথ সামরিক মর্যাদায় পুস্পস্তবক অর্পণ করেন।

একই সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করে। শেষে তাঁর রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

এতে সিলেট এরিয়ার সকল উর্ধ্বতন সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের