বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:১৯, ৮ অক্টোবর ২০২১

আপডেট: ০০:৫৫, ৯ অক্টোবর ২০২১

Google News
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

ফাইল ছবি

আজ সারাদিন দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে।

আজ শুক্রবার (৮ অক্টোবর) এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মনোয়ার হোসেন।

মনোয়ার হোসেন বলেন, ঢাকায় অধিকাংশ স্থানে আকাশ শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে।

এছাড়া আগামী তিনদিনের মধ্যে উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও জানান তিনি।

আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বা মাঝারী ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের