রোববার,

০৫ মে ২০২৪,

২২ বৈশাখ ১৪৩১

রোববার,

০৫ মে ২০২৪,

২২ বৈশাখ ১৪৩১

Radio Today News

নগরকান্দা পৌর মেয়রের বিরুদ্ধে কাউন্সিলরদের অনাস্থা, অপসারণ দাবি

শেখ মনির হোসেন

প্রকাশিত: ১৩:৩৯, ১২ জুন ২০২৩

Google News
নগরকান্দা পৌর মেয়রের বিরুদ্ধে কাউন্সিলরদের অনাস্থা, অপসারণ দাবি

মানববন্ধন কর্মসূচির ছবি

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই সরকারের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অসদাচরণের অভিযোগ এনে অনাস্থা দিয়েছে পৌর কাউন্সিলররা। এদিকে মেয়রের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পৌরবাসী। 

সোমবার সকালে নগরকান্দা পৌরসভার সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, পৌরমেয়রের স্বেচ্ছাচারিতা, সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে স্বজনপ্রীতি, আত্মসাৎ, কাউন্সিলর ও পৌর কর্মচারীদেরদের সাথে দুর্ব্যবহার সহ নানাবিধ অভিযোগ তোলা হয়।

এর আগে গত ৩০ এপ্রিল পৌরসভার ১২ জন কাউন্সিল এর মধ্যে ১০জন কাউন্সিলর বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি অভিযোগ এনে লিখিত অনাস্থা প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রদান করে।

এর প্রেক্ষিতে সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডি, এলজি) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে কাউন্সিলরদের সাক্ষ্য গ্রহন করেন। এ সময় মেয়র নিমাই চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের