রোববার,

০৫ মে ২০২৪,

২২ বৈশাখ ১৪৩১

রোববার,

০৫ মে ২০২৪,

২২ বৈশাখ ১৪৩১

Radio Today News

ফরিদপুরে পাটকল শ্রমিককে গণধর্ষণ ও হত্যা মামলায় ৫ জনের ফাসির আদেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩০, ২৪ জুলাই ২০২৩

Google News
ফরিদপুরে পাটকল শ্রমিককে গণধর্ষণ ও হত্যা মামলায় ৫ জনের ফাসির আদেশ

সংগৃহিত ছবি

ফরিদপুরের মধুখালীতে পাটকল শ্রমিক কাজল রেখা কাজলীকে গণধর্ষণ ও হত্যা মামলায় ৫ জন আসামীর প্রত্যাকতেই ফাঁসির আদেশ ও ১ লক্ষ টাকা করে জরিমানার আদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।

সোমবার বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক মোঃ হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন। এ সময় দন্ডপ্রাপ্ত সকল আসামী আদালতে উপস্থিত ছিল।

আসামীরা হলেন চুন্নু সিকদার, মোঃ নাজমুল হোসেন তেবেজ, ইসলাম মীর, আতিয়ার মোল্যা, মোঃ নাসির খান নয়ন। এদের সকলের বাড়ি মধুখালি উপজেলার আড়পাড়া গ্রামে। 

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৬ অক্টোবর জেলার মধুখালী উপজেলার কামারখালী এলাকার আসামীরা একটি মাঠের মধ্যে কাজলিকে গণ ধর্ষন করে। পরে গলায় গামছা পেচিয়ে তাকে হত্যা করে মাঠের মধ্যে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে। এই ঘটনায় অজ্ঞাত আসামী করে নিহতের মা কল্যানী বিশ্বাস বাদী মধুখালী থানায় মামলা দায়ের করে। কাজল রেখা কাজলীর বাড়ি মাগুড়া জেলার শ্রীপুর গ্রামে। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের