শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

সাজেকসহ দেশের পর্যটন স্পটগুলোয় মাসব্যাপী ভিড়

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৩, ১৬ ডিসেম্বর ২০২১

আপডেট: ২২:২৯, ১৬ ডিসেম্বর ২০২১

Google News
সাজেকসহ দেশের পর্যটন স্পটগুলোয় মাসব্যাপী ভিড়

টানা তিনদিনের সরকারি ছুটিতে ফাঁকা হয়ে গেছে রাজধানী ঢাকাসহ প্রায় সবগুলো নগরী। ভ্রমণপ্রিয় মানুষ ভিড় করছে দেশের বিভিন্ন পর্যটন স্পটগুলোয়। শীতের মধ্যভাগে এসে তিনদিনের এই ছুটিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের রিসোর্টগুলোও ভরে গেছে পর্যটকে। 

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন সাজেক রিসোর্ট-হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক জন চাকমা।

হোটেল মালিক সমিতির এ নেতা বলেন, অক্টোবর-নভেম্বর মাসে সাজেক ভ্যালিতে আশানুরূপ পর্যটক আসেননি। তবে ডিসেম্বর মাসে টানা দিনদিন ছুটি, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, সব মিলে পর্যটকরা আমাদের সব কটেজ শতভাগ বুক করে ফেলেছেন। অর্থাৎ যারা আগে থেকে কটেজ বুক করেছেন, তারা ছাড়া অন্য কোনো পর্যটক সাজেকে প্রবেশ করতে পারবেন না।

তিনি আরও বলেন, করোনার কারণে আমরা হোটেল মালিক পক্ষ যে পরিমাণ অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছি, আশা রাখছি, এ মৌসুমে কিছুটা হলেও সেই ক্ষতি পুষিয়ে নিতে পারব।

কেবল তিন দিনের জন্য নয়। ডিসেম্বর এবং জানুয়ারির পুরোটা সময় জুড়েই পর্যটকদের এমন আনাগোনা থাকবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। 

রেডিওটুডে নিউজ/এমএস/এসএস/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের