শনিবার,

০৪ মে ২০২৪,

২১ বৈশাখ ১৪৩১

শনিবার,

০৪ মে ২০২৪,

২১ বৈশাখ ১৪৩১

Radio Today News

দাবদাহ পরিস্থিতি সামাল দিতে জরুরি রোগী ছাড়া ভর্তি ও অপারেশন নয়: স্বাস্থ্যমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:১২, ২২ এপ্রিল ২০২৪

আপডেট: ১৭:১৪, ২২ এপ্রিল ২০২৪

Google News
দাবদাহ পরিস্থিতি সামাল দিতে জরুরি রোগী ছাড়া ভর্তি ও অপারেশন নয়: স্বাস্থ্যমন্ত্রী

চলমান তীব্র দাবদাহ পরিস্থিতি সামাল দিতে ঢাকাসহ দেশের প্রতিটি হাসাপাতালকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। একই সঙ্গে এই মুহূর্তে দেশের প্রতিটি হাসাপাতালে খুব জরুরি না হলে রোগী ভর্তি বা অস্ত্রপচার থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। 

সোমবার রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রয়োজনীয় ওষুধ, খাবার স্যালাইনসসহ এই তীব্র গরমে প্রতিটি হাসপাতালের রোগীদের ফ্যান নিশ্চিত করতে বলা হয়েছে। পাশপাশি মেডিক্যালের শিক্ষার্থীদের ক্লাসগুলো হাসপাতালে না করে নির্দিষ্ট রুমে করতে বলা হয়েছে। 

রোগী বৃদ্ধি পেলে মহাখালী ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালকেও প্রস্তুত রাখতে বলা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। 

দেশের বেশিরভাগ জেলায় তাপপ্রবাহ বইছে। তার মধ্যে কয়েক জেলায় বইছে তীব্র তাপপ্রবাহ।

দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এসময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়।

এর আগে, শুক্রবার (১৯ এপ্রিল) দেশে তিন দিনের জন্য তাপপ্রবাহের সতর্কতা বা হিট অ্যালার্ট জারি করা হয়েছিল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের