শুক্রবার,

০৩ মে ২০২৪,

২০ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

০৩ মে ২০২৪,

২০ বৈশাখ ১৪৩১

Radio Today News

তীব্র গরমে মাধ্যমিক স্কুল ও কলেজের ছুটি বাড়িয়েছে মাউশি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩১, ২০ এপ্রিল ২০২৪

আপডেট: ১৪:৩২, ২০ এপ্রিল ২০২৪

Google News
তীব্র গরমে মাধ্যমিক স্কুল ও কলেজের ছুটি বাড়িয়েছে মাউশি

তীব্র গরমের কারণে সাত দিন মাধ্যমিক স্কুল ও কলেজের ছুটি বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ রোববার মাউশির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, সারাদেশের ওপর দিয়ে চলমান তাপদাহ ও আবহাওয়া দপ্তরের সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে মাউশি অধিদপ্তরের আওতাধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আগামী ২৮ এপ্রিল খুলবে। এ প্রতিষ্ঠানগুলো ঈদের ছুটি শেষে ২১ এপ্রিল থেকে খোলার কথা ছিল।

এদিকে, তীব্র গরমের মধ্যে রোববার (২১ এপ্রিল) সারাদেশে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। এ অবস্থায় গরমের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অ্যাসেম্বলি না করানোর নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শনিবার (২০ এপ্রিল) মন্ত্রণালয়ের সহকারি পরিচালক তৌহিদুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে সারাদেশে তীব্র তাপ প্রবাহ অব্যহত থাকায় শিক্ষার্থীদের সুরক্ষা বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দৈনিক সমাবেশ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত  স্থগিত করা  হইলো।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের