মঙ্গলবার,

১৬ সেপ্টেম্বর ২০২৫,

১ আশ্বিন ১৪৩২

মঙ্গলবার,

১৬ সেপ্টেম্বর ২০২৫,

১ আশ্বিন ১৪৩২

Radio Today News

নির্বাচনে বাংলাদেশকে সহায়তা করতে চায় অস্ট্রেলিয়া

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৪৫, ২৪ এপ্রিল ২০২৫

Google News
নির্বাচনে বাংলাদেশকে সহায়তা করতে চায় অস্ট্রেলিয়া

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচনে বাংলাদেশকে সহায়তা করতে চায় অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে নির্বাচন ভবনে সাক্ষাতের পর এমন মন্তব্য করেন দেশটির হাইকমিশনার সুসান রাইলি।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানাচ্ছি সিইসি আমাদের সাক্ষাতের জন্য সময় দিয়েছেন। আমরা বাংলাদেশের আগামী নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জেনেছি। অস্ট্রেলিয়া বাংলাদেশের আগামী নির্বাচন ফ্রি, ফেয়ার নির্বাচন প্রত্যাশা করে। আমাদের খুব ফলপ্রসূ বৈঠক হয়েছে। নির্দিষ্ট ক্ষেত্রে অস্ট্রেলিয়া নির্বাচন কমিশনকে সহায়তা দিতে চায়।

এর আগেও ইসির সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিকরা বৈঠক করে সুষ্ঠু নির্বাচন চেয়েছেন৷ একই সঙ্গে অনেকে নির্বাচনী সহায়তাও দিতে চেয়েছেন।  

এছাড়াও নির্বাচনী উপকরণ দিয়ে সহায়তা দিচ্ছে ইউএনডিপি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের