মঙ্গলবার,

২১ মে ২০২৪,

৭ জ্যৈষ্ঠ ১৪৩১

মঙ্গলবার,

২১ মে ২০২৪,

৭ জ্যৈষ্ঠ ১৪৩১

Radio Today News

আমেরিকায় বাংলাদেশি হত্যার কী জবাব দেবে মানবাধিকার সংস্থাগুলো? প্রশ্ন প্রধানমন্ত্রীর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:১৯, ৩০ এপ্রিল ২০২৪

আপডেট: ২০:২০, ৩০ এপ্রিল ২০২৪

Google News
আমেরিকায় বাংলাদেশি হত্যার কী জবাব দেবে মানবাধিকার সংস্থাগুলো? প্রশ্ন প্রধানমন্ত্রীর

আমেরিকায় বাংলাদেশি নাগরিকদের সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমেরিকায় বাংলাদেশি হত্যার কী জবাব দেবে মানবাধিকার সংস্থাগুলো? তিনি মানবাধিকার সংস্থাগুলোর কাছে এর জবাব চেয়েছেন। তিনি বলেন, আমেরিকা বাংলাদেশের মানবাধিকারের ওপর রিপোর্ট প্রকাশ করে, কিন্তু তারা নিজেদের চেহারা আয়নায় দেখে না।  

দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে মঙ্গলবার (৩০ এপ্রিল) গণভবনে শেখ হাসিনা আরও বলেন, ‘ভোটের বাক্স ছিনতাই এবং লাশ পড়া ছাড়াই এবার দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

তাই আজকের বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ। তবুও কিছু মানুষের পছন্দ হয় না। তার কারণ হচ্ছে তারা লুটপাট করে খেতে পারছে না। ’

এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সূচনা বক্তব্যে বলেন, দেশের রাজনৈতিক দৌলিয়া কিছু মানুষ বাংলাদেশের বিরুদ্ধে গিবত গাইছে। অতি বাম এবং অতি ডান কিভাবে একত্রে হয়েছে সে বিষয়ে বিস্ময় প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি বলেন, জনগণের আস্থা, বিশ্বাসের শক্তিই আওয়ামী লীগের পথ চলার শক্তি। ’ 

বৈশ্বিক নানা সংকটের মধ্যেও বাংলাদেশ অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘২০২৬ সাল থেকে উন্নয়নশীল দেশের যাত্রার প্রস্তুতিও নিয়ে রেখেছে তার সরকার। ’

শেখ হাসিনা বলেন, ‘যাদের ভোট চোরের মাধ্যমে জন্ম হয়েছে, তারা এখন গণতন্ত্রের ছবক দেয়। ’

শেখ হাসিনাকে হত্যা এবং ক্ষমতাচ্যুত করার অব্যাহত চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘সারা বিশ্বে মানবাধিকার নিয়ে যারা কথা বলে তাদের নিজেদের দেশে মানবাধিকার কতটুকু সুরক্ষিত। ’ 

শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা অভ্যতা থাকবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের