শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

ইউরোপ যাওয়ার চেষ্টাকালে ৩ শতাধিক বাংলাদেশি আটক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২০, ২৬ জুলাই ২০২২

আপডেট: ১৬:৫৯, ২৬ জুলাই ২০২২

Google News
ইউরোপ যাওয়ার চেষ্টাকালে ৩ শতাধিক বাংলাদেশি আটক

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে তিন শতাধিক বাংলাদেশিকে আটক করা হয়েছে। শনিবার (২৩ জুলাই) লিবিয়া উপকূল থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে বেসরকারি সংস্থা মাইগ্রান্ট রেসকিউ ওয়াচ।

উত্তর আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে নারী ও শিশুসহ ৪শ ২৮ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে জার্মান ভিত্তিক একটি উদ্ধারকারী দল।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টা নতুন নয়। প্রতিনিয়ত এই পথ দিয়ে উন্নত জীবনের আশায় ইউরোপের দেশগুলোতে ঢোকার চেষ্টা করে হাজারো অভিবাসনপ্রত্যাশী। তাদের অনেকেই হারিয়ে যান অতল সাগরে। 

এবার লিবিয়া উপকূলে মানবপাচারকারী দলের একটি নৌকা থেকে তিন শতাধিক বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। এক বিবৃতিতে লিবিয়ার কর্তৃপক্ষ জানায়, শনিবার আটককৃতরা অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলো। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের