শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

Radio Today News

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ মোট ৪৬ অভিবাসী ১৪ দিনের রিমান্ডে

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৬, ২৬ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ২০:১২, ২৬ সেপ্টেম্বর ২০২১

Google News
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ মোট ৪৬ অভিবাসী ১৪ দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় অবৈধভাবে গার্মেন্টস কারখানা পরিচালনা ও শ্রমিক খাটানোর অভিযোগে বাংলাদেশি কারখানা মালিকসহ মোট ৪৬ জন অভিবাসী কর্মীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন পুলিশ। তবে তাদের মধ্যে কতজন বাংলাদেশি ছিলেন তা জানায়নি পুলিশ।

স্থানীয় সময় শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্ত বাংলাদেশি আমপাং এলাকার একটি বাণিজ্যিক অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে কারখানা ও শো-রুম হিসেবে ব্যবহার করে আসছিলেন। এই ৪৫ জন শ্রমিককে দিয়ে কারখানায় স্থাপিত মেশিনে কাপড় কাটা, সেলাই ও প্রিন্টিংয়ের কাজ করানো হতো। এর মধ্যে অনেক শ্রমিকের ভিসা নেই। শ্রমিকদের মাসিক ১৬শ রিংগিত বেতন দেওয়া হত। বাংলাদেশি মালিকের কারখানা পরিচালনার কোনো লাইসেন্স ছিল না। কোম্পানির নাম ব্যবহার করে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ও গাড়ি কিনে ব্যবহার করা হচ্ছিল।

গ্রেপ্তার সবাইকে মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ৫ম ধারার ২ উপধারায় অভিযোগ গঠন করে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের