রোববার,

১৮ মে ২০২৫,

৪ জ্যৈষ্ঠ ১৪৩২

রোববার,

১৮ মে ২০২৫,

৪ জ্যৈষ্ঠ ১৪৩২

Radio Today News

বিড়ি-সিগারেট নিয়ে বাংলাদেশিদের মালদ্বীপ না যাওয়ার নির্দেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৫৩, ১৮ মে ২০২৫

Google News
বিড়ি-সিগারেট নিয়ে বাংলাদেশিদের মালদ্বীপ না যাওয়ার নির্দেশ

দক্ষিণ এশিয়ার ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত রাষ্ট্র মালদ্বীপে যাওয়ার সময় বিড়ি, সিগারেট বা অন্য কোনো প্রকার অবৈধ দ্রব্য সঙ্গে না নেওয়ার জন্য বাংলাদেশিদের বিশেষভাবে সতর্ক করেছে দেশটির বাংলাদেশ হাইকমিশন।

রোববার (১৮ মে) মালের বাংলাদেশ হাইকমিশন বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্ক বার্তা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মালদ্বীপে বিড়ি, সিগারেট বা অন্য ধূমপান সংক্রান্ত দ্রব্যের ওপর বিভিন্ন ধরনের বিধি-নিষেধ রয়েছে। এ কারণে মালদ্বীপে আসার সময় বিড়ি, সিগারেট বা অন্য কোনো প্রকার অবৈধ দ্রব্য সামগ্রী সঙ্গে না আনার জন্য বিশেষভাবে সতর্ক করা হলো।

বিষয়টি মেনে না চললে আপনাকে মালদ্বীপে জেল বা বড় অঙ্কের জরিমানার সম্মুখীন হতে হবে। সবাইকে এ বিষয়ে সাবধানতা অবলম্বনের জন্য অনুরোধ করা যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের