শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

আপাতত পেঁয়াজ আমদানি বন্ধের কোনো পরিকল্পনা নেই

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০২:০৭, ৩০ মার্চ ২০২২

Google News
আপাতত পেঁয়াজ আমদানি বন্ধের কোনো পরিকল্পনা নেই

প্রতীকী ছবি

দেশে আপাতত পেঁয়াজ আমদানি বন্ধের কোনো পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রণালয়ের কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম।

মঙ্গলবার (২৯ মার্চ) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ কথা বলেন কৃষিসচিব।

কৃষিসচিব বলেন, পেঁয়াজ আমদানিতে অনুমতি দেওয়ার ক্ষেত্রে আমরা কৃষক ও ভোক্তা উভয়েরই স্বার্থ রক্ষার বিষয়টি বিবেচনা করে থাকি। এখন পর্যন্ত কৃষক পেঁয়াজের ভালো দাম পাচ্ছে। আসন্ন পবিত্র রমজান মাস। এ সময়ে পেঁয়াজের দাম যাতে না বাড়ে, সেটিও রয়েছে আমাদের বিবেচনায় । সেজন্য আপাতত কৃষি মন্ত্রণালয়ের পেঁয়াজ আমদানি বন্ধের পরিকল্পনা নেই। 

উক্ত সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংস্থাপ্রধান ও প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/এসএ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের