শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

পুঁজিবাজারে সর্বোচ্চ অবস্থানে বাজার মূলধন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৩, ১০ সেপ্টেম্বর ২০২১

Google News
পুঁজিবাজারে সর্বোচ্চ অবস্থানে বাজার মূলধন

ফাইল ছবি

দেশের পুঁজিবাজারে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ সূচকের উর্ধ্বগতির মাধ্যমে শেষ হয়েছে। গত ৫ থেকে ৯ সেপ্টেম্বর সূচক, লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে বাজার মূলধন বেড়ে অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ অবস্থানে রয়েছে।

বিগত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক (ডিএসইএক্স) আগের সপ্তাহের চেয়ে ২৭৭ পয়েন্ট বেড়ে ৭ হাজার ২৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। যা সূচকটির ইতিহাসে সর্বোচ্চ অবস্থানে রয়েছে।

এদিকে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও সূচক বাড়ায় নতুন করে গত সপ্তাহে ডিএসইর বিনিয়োগকারীদের পুঁজি ফিরেছে ২২ হাজার ৬০৩ কোটি ৩১ লাখ ৩৮ হাজার ৪১৭ টাকা।

শুধু তাই নয়, বাজার মূলধনও অতীতের সব রেকর্ড ভেঙে এখন ৫ লাখ ৮৬ হাজার ৩১৮ কোটি ৯৫ লাখ ৬০ হাজার ৯৫৭ টাকায় অবস্থান করছে। যা এর আগের সপ্তাহে ছিল ৫ লাখ ৬৩ হাজার ৭১৫ কোটি ৬৪ লাখ ২২ হাজার ৫৩৮ টাকা।

এদিকে গত সপ্তাহে গড় লেনদেন হয়েছে ২ হাজার ৭৭৭  কোটি টাকা। তার আগের সপ্তাহের গড় লেনদেন ছিল ২ হাজার ২৩২ কোটি টাকা। অর্থাৎ গড় লেনদেনও বেড়েছে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে মোট ৪৬৮ কোটি ১৩ লাখ ৯১ হাজার ৩৭৪ টাকা লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৪১ কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৪৫৮ টাকা। এর ফলে সিএসইর প্রধান সূচক সিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৮০৩ পয়েন্ট বেড়ে ২১ হাজার ১৩১ পয়েন্টে দাঁড়িয়েছে।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের