বৃহস্পতিবার,

০২ মে ২০২৪,

১৯ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

০২ মে ২০২৪,

১৯ বৈশাখ ১৪৩১

Radio Today News

তাপপ্রবাহ আগামী সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে: আবহাওয়া অফিস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২৬, ১৯ এপ্রিল ২০২৪

Google News
তাপপ্রবাহ আগামী সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে: আবহাওয়া অফিস

দেশের উপর দিয়ে বর্তমানে যে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে তা পরবর্তী ৭২ ঘন্টা অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময় দেশের তাপমাত্রা আরও বাড়তে পারে এবং জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবরা (১৯ এপ্রিল) দুপুরে তাপ প্রবাহ সংক্রান্ত এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এর আগে সকালে দেওয়া আবহাওয়ার নিয়মিত বুলেটিনে জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার যশোর ও চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এ সময় ঢাকার তামপাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৫ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও পূর্বাভাসে জানানো হয়।

এতে শনিবার সকাল পর্যন্ত আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা সমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং দিনাজপুর, রাঙ্গামাটি, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ ঢাকা ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।

এদিকে একই সময়ে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত পরবর্তী ২৪ ঘণ্টায়ও ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বৃষ্টি হলেও এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

অপরদিকে রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিনও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।

আগামী ৫ দিনে আবহওয়ার তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের