শনিবার,

০৪ মে ২০২৪,

২০ বৈশাখ ১৪৩১

শনিবার,

০৪ মে ২০২৪,

২০ বৈশাখ ১৪৩১

Radio Today News

ঢাকায় থার্মোমিটারের পারদ ৪০.৪, যশোরে ৪২.৬ ডিগ্রি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০৫, ২০ এপ্রিল ২০২৪

Google News
ঢাকায় থার্মোমিটারের পারদ ৪০.৪, যশোরে ৪২.৬ ডিগ্রি

তীব্র তাপপ্রবাহে থার্মোমিটারের পারদ তরতর করে ওপরের দিকে উঠছে। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৪ ও যশোরে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।


শনিবার (২০ এপ্রিল) সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাপমাত্রার ধরণ এখন এরকমই, আরও বাড়তে পারে।


চলতি মৌসুমে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৩ ডিগ্রি, মোংলায় ৪১ দশমিক ৭, ঈশ্বরদীতে ৪১ দশমিক ৬ ও খুলনায় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য স্থানেও মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

২০২৩ সালের ১৭ এপ্রিল আগের ৯ বছরের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বদীতে ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের