বৃহস্পতিবার,

০২ মে ২০২৪,

১৯ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

০২ মে ২০২৪,

১৯ বৈশাখ ১৪৩১

Radio Today News

ইকবাল পাগল নয়, ভবঘুরেও নয়: সিআইডি

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০৫:১৫, ২ নভেম্বর ২০২১

Google News
ইকবাল পাগল নয়, ভবঘুরেও নয়: সিআইডি

কুমিল্লা শহরের নানুয়ার দিঘী পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ রেখে ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি ইকবাল হোসেন ‘পাগল বা ভবঘুরে নয়’ বলে জানিয়েছেন সিআইডি কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান।

রিমান্ডে থাকা ইকবাল হোসেন ইতোমধ্যে সিআইডিকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেছেন।

আজ সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় পুলিশ সুপার রেজওয়ান বলেন, "রিমান্ডে থাকা আসামি ইকবাল হোসেনকে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়া গেছে। ইকবাল হোসেনকে পাগল ও ভবঘুরে বলা হলেও আসলে সে তা নয়। সে ঘটনার পর সুকৌশলে কুমিল্লা থেকে কক্সবাজার পালিয়ে যায়।"

এর আগে গত ১৩ অক্টোবর পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় কুমিল্লা নগরের কয়েকটি পূজামণ্ডপে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর জেরে কুমিল্লা ছাড়াও চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালীর চৌমুহনী, রংপুরের পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। এরপর গত ২১ অক্টোবর ইকবালকে কক্সবাজার সৈকত থেকে গ্রেপ্তার করা হয়।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের