রোববার,

২৭ অক্টোবর ২০২৪,

১২ কার্তিক ১৪৩১

রোববার,

২৭ অক্টোবর ২০২৪,

১২ কার্তিক ১৪৩১

Radio Today News

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত পাঁচ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৫৯, ৮ জুলাই ২০২৪

আপডেট: ১২:১৬, ৮ জুলাই ২০২৪

Google News
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত পাঁচ

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচজন প্রাণ হারিয়েছেন। সোমবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার খাকচর এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচায় জানা যায়নি।

নরসিংদী স্টেশন মাস্টার এটিএম মুসা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ। রায়পুরা থানার এসআই মো. হালিমও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশে পাঁচটি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় দেখতে পান তারা। পরে খবর দিলে পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ শনাক্তের চেষ্টা চলছে। নিহত সকলেই পুরুষ এবং তাদের বয়স ২০-৩২ এর মধ্যে। 

নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (উপ-পরিদর্শক) মো. শহিদুল্লা গণমাধ্যমকে বলেন, নিহতেরা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেললাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার রায়পুরা সার্কেল আফসান আল আলম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনের মরদেহ দেখতে পাই। তাদের প্রত্যেকের বয়স ২০-৩২ এর মধ্যে। তাদের পরিচয় শনাক্তে আমরা কাজ করছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের