ভিসামুক্ত নীতিতে তুর্কিয়ের প্রতি আগ্রহ বেড়েছে চীনা পর্যটকদের

সোমবার,

০৫ জানুয়ারি ২০২৬,

২২ পৌষ ১৪৩২

সোমবার,

০৫ জানুয়ারি ২০২৬,

২২ পৌষ ১৪৩২

Radio Today News

ভিসামুক্ত নীতিতে তুর্কিয়ের প্রতি আগ্রহ বেড়েছে চীনা পর্যটকদের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০১:০২, ৫ জানুয়ারি ২০২৬

Google News
ভিসামুক্ত নীতিতে তুর্কিয়ের প্রতি আগ্রহ বেড়েছে চীনা পর্যটকদের

চীনা নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণ নীতি ঘোষণার পরপরই তুরকিয়ে (সাবেক তুরস্ক) ভ্রমণের প্রতি চীনা পর্যটকদের আগ্রহ দ্রুত বেড়েছে। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্বাক্ষরে জারি করা এই সিদ্ধান্তের ফলে পর্যটন ও ট্রানজিট উদ্দেশ্যে সাধারণ পাসপোর্টধারী চীনা নাগরিকরা ৯০ দিন ভিসা ছাড়া তুরস্কে অবস্থান করতে পারবেন। নীতিটি কার্যকর হয়েছে ২ জানুয়ারি থেকে।

চীনের অনলাইন ট্রাভেল সেবা প্রদানকারী কুনারের তথ্য অনুযায়ী, নীতিটি ঘোষণার পর বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত চীনের মূল ভূখণ্ড থেকে তুরকিয়েগামী ফ্লাইটের সার্চ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে ইস্তাম্বুলে ফ্লাইট অনুসন্ধান আগের সপ্তাহের তুলনায় তিনগুণেরও বেশি বেড়েছে।

কুনারের বিগ ডেটা গবেষণা ইনস্টিটিউটের গবেষক শি খ্য জানান, শাংহাই, কুয়াংচৌ, বেইজিং, হংকং, ছেংতু, শেনচেন, হাংচৌ, সি’আন, ছোংছিং ও সিয়ামেন—এই দশ শহর থেকে তুরস্কগামী ফ্লাইট সার্চ সপ্তাহের ব্যবধানে ২০০ শতাংশেরও বেশি বেড়েছে।

ট্রাভেল এজেন্সিগুলোর মধ্যেও এই প্রবণতা স্পষ্ট। শাংহাইভিত্তিক স্প্রিং ট্যুর জানিয়েছে, আগে তুরস্কে যেতে ই-ভিসা লাগলেও ভিসামুক্ত নীতির ফলে পর্যটকরা প্রায় ৫০০ ইউয়ান সাশ্রয় করতে পারবেন। সেই সঙ্গে সময়ও সাশ্রয়ও হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের