২০২৪ সালে উৎপাদন খাতে ধারাবাহিক প্রবৃদ্ধির সুবাদে বিশ্ব উৎপাদনশিল্পের অভিজাত কাতারে প্রবেশ করেছে চীন। প্রথমবারের মতো জাপানকে ছাড়িয়ে এই অবস্থান অর্জন করেছে দেশটি—এমনটাই উঠে এসেছে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে।
প্রতিবেদনে ৯টি প্রধান অর্থনীতির উৎপাদন উন্নয়ন সূচক বিশ্লেষণ করা হয়। এতে ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ১৯০.৮৯ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্তরে রয়েছে জার্মানি, চীন ও জাপান—যাদের স্কোর ১২০ থেকে ১৪০-এর মধ্যে।
চীনা প্রকৌশল একাডেমির স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারসহ একাধিক সংস্থা যৌথভাবে এই বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে। এতে উৎপাদন খাত মূল্যায়ন করা হয়েছে পাঁচটি সূচকে—পরিসর, গুণগত মান ও দক্ষতা, কাঠামোগত উন্নয়ন, উদ্ভাবন এবং টেকসই অগ্রগতি।
তথ্য ও যোগাযোগ সরঞ্জাম, রেল পরিবহন, বিদ্যুৎ সরঞ্জাম ও নতুন জ্বালানিচালিত যানবাহনে বড় অগ্রগতি অর্জন করেছে চীন।
রেডিওটুডে নিউজ/আনাম

