২০২৫ সীমান্তে বিএসএফের গুলি ও নির্যাতনে ৩৪ জনের মুত্যু

বুধবার,

৩১ ডিসেম্বর ২০২৫,

১৭ পৌষ ১৪৩২

বুধবার,

৩১ ডিসেম্বর ২০২৫,

১৭ পৌষ ১৪৩২

Radio Today News

আসকের প্রতিবেদন

২০২৫ সীমান্তে বিএসএফের  গুলি ও নির্যাতনে ৩৪ জনের মুত্যু 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৩৮, ৩১ ডিসেম্বর ২০২৫

Google News
২০২৫ সীমান্তে বিএসএফের  গুলি ও নির্যাতনে ৩৪ জনের মুত্যু 

২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় কমপক্ষে ৩৪ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৪ জন বিএসএফের গুলিতে এবং ১০ জন বিএসএফ এর শারীরিক নির্যাতনের পর মারা যান। এ ছাড়াও একই সময়ে ৩৮ জন গুলিবিদ্ধ বা শারীরিকভাবে আহত হন এবং ১৪ জন অপহরণের শিকার হন, যাদের মধ্যে চার জনকে পরে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। 

বুধবার  আইন ও সালিশ কেন্দ্রের (আসক) বার্ষিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে করা এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়। 

আসকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছরজুড়ে মব সন্ত্রাস আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। কোনও ধরণের প্রমাণ, তদন্ত বা আইনি প্রক্রিয়া অনুসরণ না করে, সন্দেহ, গুজব সৃষ্টির মাধ্যমে মানুষকে মারধর ও হত্যা করা হয়েছে। এসব ঘটনায় অনেকক্ষেত্রেই আইন প্রয়োগকারী সংস্থার নিষ্ক্রিয়তা এবং অপরাধীদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে উদাসিনতারপ্রবনতা লক্ষ্য করা গিয়েছে। এমনকি আইন শৃঙ্খলা-রক্ষাকারী বাহিনী সামনেই মব তৈরি করে হত্যা ও হেনস্তার ঘটনা ঘটেছে; যা দেশে আইনের শাসনের জন্য চূড়ান্ত হুমকিস্বরুপ এবং সমাজে নজিরবিহীন বিশৃঙ্খখলা সৃষ্টি করে।

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড: ২০২৫ সালে কথিত ‘বন্দুকযুদ্ধ’ বা ‘ক্রসফায়ারের’ নামে বিচারবহির্ভূত হত্যার ঘটনাও অব্যাহত ছিল। আসককের তথ্য সংরক্ষণ ইউনিটের পর্যবেক্ষণ অনুযায়ী, ২০২৫ সালে কমপক্ষে ৩৮ জন ব্যক্তি বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন: ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, ভয়ভীতি, লুটপাট, আগুন ও প্রতিমা ভাংচুরের মতো একাধিক সহিংস ঘটনা ঘটেছে। এই বছর হিন্দু সম্প্রদায়ের ওপর কমপক্ষে ৪২টি হামলার ঘটনা ঘটেছে। নারীর অধিকার: পর্যবেক্ষণে আসক বলছে, নারীরা বর্তমানে এক বিস্তৃত নিরাপত্তাহীনতার আবহে জীবনযাপন করছেন। বিভিন্ন জায়গায় প্রকাশ্যে নারীদের মারধর, অপমান, এবং শারীরিক নিপীড়নের ঘটনা বেড়েছে। পারিবারিক সহিংসতা: ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে দেশে পারিবারিক সহিংসতার ঘটনা ঘটেছে কমপক্ষে ৫৬০টি। ধর্ষণ: আসকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ধর্ষণের মোট ৭৪৯টি ঘটনা ঘটেছে। যৌন হয়রানি: আসকের পরিসংখ্যান অনুযায়ী ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত অন্তত ১৯৩ নারী যৌন হয়রানির শিকার হয়েছেন।  যৌতুক সংক্রান্ত সহিংসতা: আসকের পরিসংখ্যান অনুযায়ী ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে যৌতুকসংক্রান্ত সহিংসতার অন্তত ৭৯টি ঘটনা ঘটেছে। এসিড হামলা: ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে নারীর ওপর এসিড নিক্ষেপের অন্তত আটটি ঘটনা ঘটেছে। এর মধ্যে তিন জন নারী প্রাণ হারিয়েছেন। গৃহকর্মীদের ওপর সহিংসতা: ২০২৫ সালে গৃহকর্মীদের ওপর সহিংসতার ১৬টি ঘটনা ঘটেছে। শিশু অধিকার:  ২০২৫ সালে ১০২৩ জন শিশু বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। একই সময়ে অন্তত ৪১০ জন শিশু বিভিন্ন ধরনের সহিংসতায় প্রাণ হারিয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের