হাদিকে ছাড়াই মনোনয়ন ফরম নিতে আসলাম: ডা. মিতু

সোমবার,

২৯ ডিসেম্বর ২০২৫,

১৫ পৌষ ১৪৩২

সোমবার,

২৯ ডিসেম্বর ২০২৫,

১৫ পৌষ ১৪৩২

Radio Today News

হাদিকে ছাড়াই মনোনয়ন ফরম নিতে আসলাম: ডা. মিতু

ঝালকাঠি-১

প্রকাশিত: ১৫:৫৪, ২৯ ডিসেম্বর ২০২৫

Google News
হাদিকে ছাড়াই মনোনয়ন ফরম নিতে আসলাম: ডা. মিতু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গতকাল (রোববার, ২৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

এদিকে, আজ (সোমবার, ২৯ ডিসেম্বর) ফেসবুকে দেয়া আরেকটি আবেগঘন স্ট্যাটাসে ডা. মিতু লেখেন, তিনি বর্তমানে ‘হাদির শহরে’ অবস্থান করছেন। তিনি উল্লেখ করেন, হাদি নিজে থেকেই বলেছিলেন, তিনি মিতুর নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন। কিন্তু আজ হাদিকে ছাড়াই মনোনয়ন ফরম নিতে এসেছেন তিনি। হাদি জীবিত থাকলে তিনিও আজ ঢাকা-৮ আসনের মনোনয়ন ফরম নিতেন বলে মন্তব্য করেন ডা. মিতু।

হাদিকে ছাড়া শহরে পা রেখেই তার পৃথিবী অন্ধকার হয়ে গেছে, বুকের ভার কমছে না—এমন অনুভূতির কথাও তুলে ধরেন তিনি।

স্ট্যাটাসে তিনি জানান, কিছুক্ষণ পর ইনশা আল্লাহ রাজাপুর যাবেন। রাজাপুর ও কাঠালিয়ার মানুষদের উদ্দেশে তিনি জানান, কিছু সিদ্ধান্ত নিতে তাদের সময় লেগেছে এবং খুব অল্প সময়ের মধ্যেই তিনি মনোনয়ন ফরম নিচ্ছেন। এ কারণে অনেককে আগে জানাতে পারেননি বলেও উল্লেখ করেন তিনি। রাজাপুর নির্বাচন অফিসের আশপাশে যারা আছেন, তাদের সেখানে আসার আহ্বান জানান ডা. মিতু।

নিজের শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের উদ্দেশে তিনি অনুরোধ জানান, যেন তারা তার জন্য হাত তুলে নাম ধরে দোয়া করেন। যারা তাকে চেনেন না বা ভুলভাবে জানেন, তাদের বিষয়ে তিনি বলেন, আল্লাহ যেন ভুল ভাঙার তৌফিক দেন।

নিজের ভুলত্রুটি ক্ষমা করে শোধরানোর তৌফিক কামনা করে তিনি লেখেন, তিনি জীবনে কখনো হারাম স্পর্শ করেননি এবং সততার সঙ্গে জীবন-যাপন করেছেন। আজীবন সততার সঙ্গে এগিয়ে যাওয়া ও সত্য বলার সাহস রাখার জন্যও দোয়া চান তিনি।

ডা. মাহমুদা মিতু আরও লেখেন, এই পথ সহজ নয় এবং এই মুহূর্তে তার দোয়ার খুব বেশি প্রয়োজন। মানুষের দোয়ার চেয়ে বড় কিছু নেই—এই দোয়াই তিনি সবার কাছে চেয়েছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের