সম্মিলিত ইসলামী ব্যাংকে অ্যাকাউন্টসমূহ স্থানান্তরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

শনিবার,

২৭ ডিসেম্বর ২০২৫,

১৩ পৌষ ১৪৩২

শনিবার,

২৭ ডিসেম্বর ২০২৫,

১৩ পৌষ ১৪৩২

Radio Today News

সম্মিলিত ইসলামী ব্যাংকে অ্যাকাউন্টসমূহ স্থানান্তরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৫, ২৭ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৯:৩৭, ২৭ ডিসেম্বর ২০২৫

Google News
সম্মিলিত ইসলামী ব্যাংকে অ্যাকাউন্টসমূহ স্থানান্তরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

মার্জারের আওতাভুক্ত ৫টি ব্যাংকের আমানতকারীদের ব্যাংক অ্যাকাউন্টসমূহ নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে স্থানান্তরের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী সপ্তাহের মধ্যে কাজটি সম্পন্ন হলে বিদ্যমান ৫টি ব্যাংকের গ্রাহকগণের ব্যাংক হিসাবের আমানত নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের হিসাবে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত হবে। এর ফলে আমানতকারীরা তাদের বিদ্যমান চেক বইয়ের মাধ্যমে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাবেন। অবশিষ্ট আমানত (যদি থাকে) তাদের ব্যাংক হিসাবে সুরক্ষিত থাকবে এবং ওই আমানতের উপর প্রচলিত হারে মুনাফা প্রদান করা হবে।

রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক হওয়ায় নবগঠিত এ ব্যাংকের উপর জনগণের আস্থা সৃষ্টি হবে এবং এর ফলে আমানতকারীদের টাকা উত্তোলনের চাহিদা অনেকাংশে কমে আসবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে আশা করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের