জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি দুষ্টু চক্র দেশকে অস্থিতিশীল করতে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। আজ (বুধবার, ২৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বোমা বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় নিন্দা জানিয়ে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা লেখেন।
জামায়াত আমির লেখেন, ‘নিহত সিয়ামের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তার ওপর রহম করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে উত্তম ধৈর্যধারণের তাওফিক দান করুন।’
তিনি বলেন, ‘শহিদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো নিরীহ সিয়ামকে। একটি দুষ্টু চক্র দেশকে অস্থিতিশীল করতে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে।’
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘প্রশাসনকে তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে এবং জনগণকেও প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
রেডিওটুডে নিউজ/আনাম

