বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৫শে ডিসেম্বর পর্যাপ্ত সময় নিয়ে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছানোর অনুরোধ করেছে।
ওই দিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের সড়কে তীব্র যানজটের আশঙ্কায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন অনুরোধ করেছে বিমান।
প্রসঙ্গত, ২৫শে ডিসেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। মি. রহমান ২০০৮ সাল থেকে রাজনৈতিক আশ্রয়ে লন্ডনে রয়েছেন।
বিমান তার বিজ্ঞপ্তিতে জানায়, বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী ২৫শে ডিসেম্বর শাহজালাল বিমানবন্দর এলাকা, গুলশান সংযোগ সড়ক এবং পূর্বাচল এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট) ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। এর ফলে ওই দিন এলাকাগুলোতে বড় ধরনের যানজটের সৃষ্টি হতে পারে।
“এ পরিস্থিতিতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক— উভয় রুটের সম্মানিত যাত্রীদের অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়াতে বিশেষ অনুরোধ জানানো হয়েছে। যাত্রীরা যেন নির্ধারিত সময়ের বেশ আগেই বিমানবন্দরে পৌঁছানোর প্রস্তুতি নিয়ে যাত্রা শুরু করেন,” বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

