শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, ১১ দশমিক ৭ ডিগ্রি

সোমবার,

২২ ডিসেম্বর ২০২৫,

৮ পৌষ ১৪৩২

সোমবার,

২২ ডিসেম্বর ২০২৫,

৮ পৌষ ১৪৩২

Radio Today News

শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, ১১ দশমিক ৭ ডিগ্রি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৫০, ২২ ডিসেম্বর ২০২৫

Google News
শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, ১১ দশমিক ৭ ডিগ্রি

চুয়াডাঙ্গায় টানা দুই দিন ধরে সূর্যের দেখা নেই। মেঘলা আকাশ, ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জেলায় শীতের তীব্রতা বেড়েছে। দিনভর রোদের অভাবে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল মানুষ। খেটে খাওয়া শ্রমজীবী ও নিম্ন আয়ের জনগোষ্ঠী।

সোমবার সকালে চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। পরে সকাল ৯টায় তা আরও কমে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।

হাটকালুগঞ্জে অবস্থিত আঞ্চলিক আবহাওয়া অফিস জানিয়েছে, গত দুই দিন ধরে জেলার তাপমাত্রা ধারাবাহিকভাবে কমছে। আকাশ মেঘলা থাকায় সূর্যের দেখা না মেলায় দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে গেছে। এতে শীতের অনুভূতি আরও বেড়েছে। 

আলমডাঙ্গার ভ্যানচালক আব্দুর রশিদ বলেন, উত্তরের হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশা মিলিয়ে শরীর কাঁপছে। এ অবস্থায় অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। যাত্রী কমে যাওয়ায় আয়ও কমে গেছে।

বকসিপুর গ্রামের কৃষক আবু জাফর বলেন, ভোর থেকেই ভুট্টার জমিতে সেচ দিতে হচ্ছে। ঘন কুয়াশার কারণে ঠিকমতো কিছু দেখা যায় না। পানি খুব ঠান্ডা, এতে ফসল নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। 

একই এলাকার আরেক কৃষক আবুল হোসেন বলেন, বোরো ধানের বীজতলা তৈরি করা হয়েছে। কুয়াশা বেশি পড়লে চারাগাছ পচে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, হিমেল বাতাস ও কুয়াশার কারণে সকাল ও রাতের ঠান্ডা বাড়ছে। রোববার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সেদিন বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার সকালে তাপমাত্রা আরও কমে দেশের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের