আমিরাতে রজব মাসের চাঁদ দেখা গেছে

রোববার,

২১ ডিসেম্বর ২০২৫,

৬ পৌষ ১৪৩২

রোববার,

২১ ডিসেম্বর ২০২৫,

৬ পৌষ ১৪৩২

Radio Today News

আমিরাতে রজব মাসের চাঁদ দেখা গেছে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৩৫, ২০ ডিসেম্বর ২০২৫

Google News
আমিরাতে রজব মাসের চাঁদ দেখা গেছে

হিজরি সনের সপ্তম মাস ও ইসলামের চার পবিত্র মাসের অন্যতম রজবের চাঁদ দেখা গেছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সফলভাবে চাঁদ পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে, রোববার থেকেই রজব মাস শুরু হচ্ছে।

মুসলমানদের কাছে রজব মাস বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এই মাসের পর শাবান এবং এরপরই আসে পবিত্র রমজান। ফলে রজবের সূচনার মধ্য দিয়েই মূলত রমজানের প্রস্তুতির আনুষ্ঠানিক গণনা শুরু হয়ে যায়। আত্মশুদ্ধি, ইবাদত বৃদ্ধি ও রমজানের মানসিক প্রস্তুতির সময় হিসেবে রজব মাসকে গুরুত্ব দিয়ে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা।

জ্যোতির্বিদ ও ধর্মীয় হিসাব অনুযায়ী, রজব ও শাবান—এই দুই মাস যদি প্রচলিত নিয়মে ২৯ বা ৩০ দিন করে সম্পন্ন হয়, তাহলে আনুমানিক ৬০ থেকে ৬১ দিনের মধ্যে পবিত্র রমজান শুরু হতে পারে। তবে ইসলামী মাসের সূচনা চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায়, রমজানের চূড়ান্ত তারিখ সংশ্লিষ্ট দেশের অনুমোদিত ধর্মীয় কর্তৃপক্ষের চাঁদ দেখার ঘোষণার মাধ্যমেই নির্ধারিত হবে।

এদিকে, আবুধাবিতে রাজব মাসের চাঁদ দেখা যাওয়ার ঘটনাটি বৈজ্ঞানিকভাবেও নথিভুক্ত করা হয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের আওতাধীন আল খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি ১৪৪৭ হিজরি সনের রাজব মাসের ‘ডে-টাইম ক্রিসেন্ট’ সফলভাবে আলোকচিত্রে ধারণ করে। শনিবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে তোলা ওই ছবিতে সূর্য থেকে চাঁদের দূরত্ব ছিল ৬ দশমিক ৭ ডিগ্রি।

এই পর্যবেক্ষণ কার্যক্রমে অংশ নেন ওসামা ঘান্নাম, আনাস মোহাম্মদ, খালাফান আল নাইমি ও মোহাম্মদ আওদা—এই চার সদস্যের একটি বিশেষজ্ঞ দল।

রজব মাসের সূচনার মধ্য দিয়ে মুসলিম বিশ্ব এখন ধীরে ধীরে পবিত্র রমজানের দিকে এগিয়ে যাচ্ছে—যে মাস আত্মসংযম, ইবাদত ও তাকওয়ার শিক্ষায় সমৃদ্ধ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের