শহীদ হাদির জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকায় জনস্রোত

শনিবার,

২০ ডিসেম্বর ২০২৫,

৬ পৌষ ১৪৩২

শনিবার,

২০ ডিসেম্বর ২০২৫,

৬ পৌষ ১৪৩২

Radio Today News

শহীদ হাদির জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকায় জনস্রোত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১১, ২০ ডিসেম্বর ২০২৫

Google News
শহীদ হাদির জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকায় জনস্রোত

জানাজার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেয়া হয়েছে। আজ (শনিবার, ২০ ডিসেম্বর) দুপুর ১টায় তার মরদেহ জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের হিমঘর থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেয়া হয়। বাদ জোহর দুপুর ২টায় তার জানাজা অনুষ্ঠিত হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক নিউরো সার্জন ডা. আব্দুল আহাদ জানিয়েছেন, ওসমান হাদির জানাজা পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।

তিনি জানান, হাদির দাফন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে। সেখানে তার কবর প্রস্তুত করা হচ্ছে।

হাদির জানাজা ঘিরে সকাল থেকে সংসদ ভবন এলাকায় জড়ো হতে শুরু করে মানুষ। ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তল্লাশির পর ঢুকতে দেয়া হচ্ছে মানিক মিয়া অ্যাভিনিউতে।

সকাল থেকেই সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সড়কটির দুই প্রান্তে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকে জানাজায় অংশ নিতে ওই এলাকায় আসতে শুরু করেছেন অনেকে।

সরকারের পক্ষ থেকে গতকালই জানানো হয়, আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হওয়ার পর মরদেহ নেয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের কাছেই তাকে সমাহিত করা হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের