হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে

শনিবার,

২০ ডিসেম্বর ২০২৫,

৬ পৌষ ১৪৩২

শনিবার,

২০ ডিসেম্বর ২০২৫,

৬ পৌষ ১৪৩২

Radio Today News

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:০৮, ২০ ডিসেম্বর ২০২৫

Google News
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে

হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে তিনি ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হন।

শনিবার (২০ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মির্জা ফখরুল চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

আপাতত চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী তিনি বিশ্রামে থাকবেন বলে জানান শায়রুল কবির।

মির্জা ফখরুল সর্বশেষ শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি বৈঠকে নেওয়া সিদ্ধান্ত গণমাধ্যমে তুলে ধরেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের