কুড়িগ্রামে বেড়েছে শীতের দাপট, তাপমাত্রা ১৪ ডিগ্রি

শনিবার,

২০ ডিসেম্বর ২০২৫,

৬ পৌষ ১৪৩২

শনিবার,

২০ ডিসেম্বর ২০২৫,

৬ পৌষ ১৪৩২

Radio Today News

কুড়িগ্রামে বেড়েছে শীতের দাপট, তাপমাত্রা ১৪ ডিগ্রি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:০২, ২০ ডিসেম্বর ২০২৫

Google News
কুড়িগ্রামে বেড়েছে শীতের দাপট, তাপমাত্রা ১৪ ডিগ্রি

কয়েক দিনের বিরতির পর কুড়িগ্রামে আবারও তীব্র শীত ফিরে এসেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত থেকেই হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার মাত্রা ছিল ৯৭ শতাংশ, যা শীতের অনুভূতি আরো বাড়িয়ে দেয়।

ভোর থেকেই কুয়াশায় ঢেকে যায় পুরো জেলা। সকাল সাড়ে ৯টা পর্যন্ত সূর্যের দেখা না পাওয়ায় শীতের তীব্রতা কমেনি। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও চরাঞ্চলের বাসিন্দারা। অনেকেই প্রচণ্ড ঠাণ্ডার কারণে সকালে কাজে বের হতে পারেননি।

কুয়াশার প্রভাব পড়েছে যান চলাচলেও। মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহন ধীরগতিতে চলতে দেখা গেছে, ফলে যাত্রীদের কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মেনতাজ আলী বলেন, ‘কয়েক দিন শীত কম ছিল, কিন্তু হঠাৎ করেই ঠাণ্ডা বাতাস শুরু হয়েছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, তাপমাত্রা ১৪ ডিগ্রি হলেও ঠাণ্ডা বাতাসের কারণে শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে। তিনি বলেন, ‘আগামী কয়েক দিন এ ধরনের শীত অব্যাহত থাকতে পারে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের