দেশে ফিরেই ওসমান হাদির মরদেহ দেখতে গেলেন জামায়াত আমির

শনিবার,

২০ ডিসেম্বর ২০২৫,

৬ পৌষ ১৪৩২

শনিবার,

২০ ডিসেম্বর ২০২৫,

৬ পৌষ ১৪৩২

Radio Today News

দেশে ফিরেই ওসমান হাদির মরদেহ দেখতে গেলেন জামায়াত আমির

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪৫, ২০ ডিসেম্বর ২০২৫

Google News
দেশে ফিরেই ওসমান হাদির মরদেহ দেখতে গেলেন জামায়াত আমির

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (শনিবার, ২০ ডিসেম্বর) সকালে তিনি ঢাকায় পৌঁছেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।

ডা. শফিকুর রহমান পোস্টে লেখেন, ‘শহিদ ওসমান হাদির জানাজায় শরিক হতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ। বিমানবন্দর থেকেই সরাসরি গিয়েছি শহিদ ওসমান হাদিকে এক নজর দেখার জন্য। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। কিন্তু এমন শোকের মুহূর্তে সান্ত্বনা দেয়ার মতো ভাষা আমার জানা নেই। মহান আল্লাহ এ পরিবারকে এবং দেশবাসী সবাইকে সবরে জামিল দান করুন।’

তিনি লেখেন, ‘শহিদ ওসমান হাদি কোনো দল বা মতের নন—তিনি এ দেশের সার্বভৌমত্বের প্রতীক। আমি সবাইকে আহ্বান জানাই, আজ তার জানাজায় দল-মতের ঊর্ধ্বে উঠে দলে-দলে অংশগ্রহণ করুন। দেশের এ বীর সন্তানকে সর্বোচ্চ সম্মান জানানো আমাদের সবার দায়িত্ব। তার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের দায়ভারও আমাদের সবার।’

তিনি আরও লেখেন, ‘শহিদ ওসমান হাদি হোক আমাদের ঐক্যের প্রতীক। আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাত কবুল করুন এবং তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের