ছায়ানটের পর এবার উদীচী কার্যালয়ে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

শনিবার,

২০ ডিসেম্বর ২০২৫,

৫ পৌষ ১৪৩২

শনিবার,

২০ ডিসেম্বর ২০২৫,

৫ পৌষ ১৪৩২

Radio Today News

ছায়ানটের পর এবার উদীচী কার্যালয়ে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:১২, ১৯ ডিসেম্বর ২০২৫

Google News
ছায়ানটের পর এবার উদীচী কার্যালয়ে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাজধানীর তোপখানা রোডের উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। সন্ধ্য ৭টা ২০ মিনিটে আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন সংগঠনটির একাংশের সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৭টার দিকে একদল লোক এসে কার্যালয়টি ভাঙচুর করে ও অগ্নিসংযোগ করে। আগুন লাগার পর কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, রাজধানীর সেগুনবাগিচায় উদীচীর কার্যালয়ে ৭টা ২০ মিনিটে আগুন লাগার খবর পাই। পরে সাড়ে ৭টার দিকে সিদ্দিকবাজার ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের