জামায়াত রাষ্ট্রীয় দায়িত্ব পেলে ‘মদিনা সনদের’ আলোকে দেশ পরিচালনা করবে

শনিবার,

২০ ডিসেম্বর ২০২৫,

৫ পৌষ ১৪৩২

শনিবার,

২০ ডিসেম্বর ২০২৫,

৫ পৌষ ১৪৩২

Radio Today News

ডা. শফিকুর রহমান

জামায়াত রাষ্ট্রীয় দায়িত্ব পেলে ‘মদিনা সনদের’ আলোকে দেশ পরিচালনা করবে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০০:৪৩, ২০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০০:৪৪, ২০ ডিসেম্বর ২০২৫

Google News
জামায়াত রাষ্ট্রীয় দায়িত্ব পেলে ‘মদিনা সনদের’ আলোকে দেশ পরিচালনা করবে

লন্ডনের মাইদা গ্রিল ব্যাঙ্কুয়েটিং হলে গত বৃহস্পতিবার রাতে আয়োজিত এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে জামায়াত আমির। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়লাভ করলে অন্যান্য রাজনৈতিক দলকে সাথে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ‘জাতীয় সরকার’ গঠনের ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তবে এই জাতীয় সরকার গঠনের ক্ষেত্রে তিনি অত্যন্ত স্পষ্ট দুটি শর্ত জুড়ে দিয়েছেন।

তা হচ্ছে— যেকোনো ধরনের দুর্নীতিতে জড়ানো এবং রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ করা যাবে না।

লন্ডনের মাইদা গ্রিল ব্যাঙ্কুয়েটিং হলে গত বৃহস্পতিবার রাতে আয়োজিত এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এই রাজনৈতিক রূপরেখা তুলে ধরেন।

জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লার পরিচালনায় এই অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন।

সংবাদ সম্মেলনে জামায়াত আমির উল্লেখ করেন, বাংলাদেশের সাধারণ মানুষ এখন শাসনব্যবস্থায় আমূল পরিবর্তন চায় এবং তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। জনগণের সঠিক মতামতের প্রতিফলন ঘটে এমন একটি গ্রহণযোগ্য নির্বাচনই দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে বলে তিনি বিশ্বাস করেন।

তিনি আরও দৃঢ়তার সাথে বলেন, জামায়াত রাষ্ট্রীয় দায়িত্ব পেলে জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে ‘মদিনা সনদের’ আলোকে দেশ পরিচালনা করবে। তার ভাষ্যমতে, বাংলাদেশ সবার জন্য সমান এবং এখানে কোনো বিশেষ ধর্মের মানুষকে দমন করার সুযোগ নেই, বরং প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার রাষ্ট্র নিশ্চিত করবে।

প্রতিবেশী দেশ ভারতের সাথে সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসেবে গণ্য হলেও দেশটির উচিত বাংলাদেশে অপরাধ করে সেখানে আশ্রয় নেওয়া পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিদের ফেরত দেওয়া। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়েও তিনি দীর্ঘদিনের সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি প্রবাসীদের পোস্টাল ভোটে নিবন্ধিত হতে উৎসাহ দেওয়ার পাশাপাশি সম্ভব হলে নির্বাচনের সময় সশরীরে দেশে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।

সবশেষে তিনি আশা প্রকাশ করেন, যথাসময়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে। দেশে যদি পূর্ণাঙ্গ গণতন্ত্র, আইনের শাসন এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হয়, তবেই জুলাই বিপ্লবের লক্ষ্য পূরণ হবে এবং তরুণ প্রজন্মের দীর্ঘদিনের স্বপ্ন সার্থকতা পাবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের