সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয়া হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডে অবস্থিত কার্যালয়টিতে আগুন দেয়ার এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে একদল লোক এসে কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও র্যাব সদস্যরা রয়েছেন।
এদিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
রেডিওটুডে নিউজ/আনাম

