শুক্রবার প্রকাশ হচ্ছে না প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা, অনলাইন কার্যক্রমও প্রায় বন্ধ

শুক্রবার,

১৯ ডিসেম্বর ২০২৫,

৫ পৌষ ১৪৩২

শুক্রবার,

১৯ ডিসেম্বর ২০২৫,

৫ পৌষ ১৪৩২

Radio Today News

শুক্রবার প্রকাশ হচ্ছে না প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা, অনলাইন কার্যক্রমও প্রায় বন্ধ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:০১, ১৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০৮:০৩, ১৯ ডিসেম্বর ২০২৫

Google News
শুক্রবার প্রকাশ হচ্ছে না প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা, অনলাইন কার্যক্রমও প্রায় বন্ধ

হামলার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় শুক্রবার প্রকাশ হচ্ছে না প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা। গণ মাধ্যম দু'টির অনলাইন কার্যক্রমও প্রায় বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার মধ্যরাতে বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন পত্রিকা দু'টির শীর্ষ কর্মকর্তারা।

তারা জানিয়েছেন, রাতে আকস্মিকভাবে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর কর্মীদের সবাইকে দ্রুত অফিস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ অবস্থায় পত্রিকা অফিসের যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ফলে শুক্রবার ছাপা পত্রিকা বের করা সম্ভব হচ্ছে না।

এছাড়া আপাতত অনলাইন স্থবির হয়ে পড়েছে।

এর আগে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে কয়েকশ' বিক্ষুব্ধ ব্যক্তি প্রথমে দৈনিক প্রথম আলো, তারপর দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এ সময় পত্রিকা দু'টির সাংবাদিকদের অনেকেই ভবনের ভেতরে আটকা পড়েন।

পরে সেনা, পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে হামলাকারীদের সরিয়ে দেয়।

এরপর আগুন নিভিয়ে ভবনের ভেতরে আটকা পড়া কর্মীদের উদ্ধার করে ফায়ার সার্ভিস।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের