ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে।
ঢাকা ও ঢাকার বাইরে অনেক জেলায় সড়কে অবস্থান করেন ওসমান হাদির সমর্থক এবং বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
চট্টগ্রামে কয়েকটি জায়গায় বিক্ষোভ হয়েছে।
সেখানে ভারতীয় সহকারী-হাইকমিশনারের বাসভবনের সামনে জড়ো হন অনেকে। তারা হাইকমিশনের দিকে ইটপাটকেল ছোড়েন বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
এছাড়া, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
রাজশাহীতে আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করা হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
দেশের আরো অনেক স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয় বৃহস্পতিবার রাতে।
ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধরা পথে নেমে আসেন।
রেডিওটুডে নিউজ/আনাম

