প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার খবর শুনে সেখানে গিয়ে হামলাকারীদের হেনস্তার শিকার হয়েছেন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর।
বৃহস্পতিবার মধ্যরাতে ডেইলি স্টার পত্রিকার অফিসের সামনে তাকে হেনস্তা করা হয় বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন মি. কবীর।
"যেহেতু দু'টি পত্রিকা অফিসে হামলার ঘটনা ঘটছে, সম্পাদক পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ববোধের জায়গা থেকেই আমি সেখানে গিয়েছিলাম খোঁজ খবর নিতে। তখন কিছু তরুণ, যারা হয়তো আমাকে চেনেন না, তারা আমার ওপর হামলা করেন," বিবিসি বাংলাকে বলেন মি. কবীর।
পরে ঘটনাস্থলে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করেন। বর্তমানে মি. কবীর সুস্থ ও নিরাপদ স্থানে আছেন বলে জানিয়েছেন।
রেডিওটুডে নিউজ/আনাম

