ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে এই শোক জানানো হয়।
বিএনপির শোকবার্তায় বলা হয়, "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীর শোকাহত।"
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক এবং ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ ও ইনকিলাব মঞ্চের সংগঠক ফাতিমা তাসনিম হাদির মৃত্যুর খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। নির্বাচনী প্রচারণার সময় দুষ্কৃতিকারীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর থেকেই তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন।
রেডিওটুডে নিউজ/আনাম

