কক্সবাজারে বিজিবির অভিযানে সাড়ে ৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার

শুক্রবার,

১৯ ডিসেম্বর ২০২৫,

৪ পৌষ ১৪৩২

শুক্রবার,

১৯ ডিসেম্বর ২০২৫,

৪ পৌষ ১৪৩২

Radio Today News

কক্সবাজারে বিজিবির অভিযানে সাড়ে ৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৪২, ১৮ ডিসেম্বর ২০২৫

Google News
কক্সবাজারে বিজিবির অভিযানে সাড়ে ৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া এসব ইয়াবার মূল্যে চার কোটি পঞ্চাশ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর রাত আনুমানিক ৪টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১২ এর দক্ষিণ-পূর্ব দিকে আনোয়ার প্রজেক্ট এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। এসময় সে তার হাতে থাকা একটি কালো রঙের পলিব্যাগ ফেলে নাফ নদী হয়ে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে নীল রঙের বায়ুরোধী ১৫টি প্যাকেটে মোট ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবাগুলো উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের