বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আওয়ামী লীগ আমলের মতো দলীয় সাংবাদিক দেখতে চায় না বিএনপি। কারণ, সাংবাদিকরা জাতির বিবেক। সাংবাদিকরা কখনও কোনো দলের বা কোনো গোষ্ঠীর হতে পারেন না। প্রকৃত সাংবাদিকদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না।
গতকাল বুধবার বিশ্বনাথ-রামপাশা রোডে উপজেলা বিএনপির কার্যালয়ে বিশ্বনাথে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আব্দুল হাইর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিজয়ী হয়ে সরকার গঠন করলে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে বিএনপি। তিনি এলাকার উন্নয়নে কাজ করার পাশাপাশি দুর্নীতিমুক্ত শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় কাজ করবেন।
রেডিওটুডে নিউজ/আনাম

